credit-card-mistakes
১. যদি আপনার এডসেন্স একাউন্ট এ ট্যাক্স ইনফরমেশন না দেয়া থাকে তাহলে এই মেসেজ বা নটিফিকেশন দেখাতে পারে। আমার জানা মতে বাংলাদেশ এর ক্ষেত্রে ট্যাক্স এর বালাই নেই।
২. যদি আপনার একাউন্ট এ $10 হয়ে থাকে এবং আপনি পিন ভেরিফাই অর্থাৎ এড্রেস ভেরিফাই করে না থাকেন তাহলে এই মেসেজ দেখায়।
৩. যদি আপনার পিন ভেরিফাই হওয়ার পরে আপনার পেমেন্ট এর সময় (অর্থাৎ মাসের ২০ তারিখের আগে ব্যাংক একাউন্ট যোগ না করেন) সেক্ষেত্রেও এই মেসেজ দেখায়।
৪. ইউটিউব টিম প্রতিটা একাউন্ট মনিটরিং করে। তারা ইনভেস্টিগেশন করে দেখে যে আপনার চ্যানেল এর কোন প্রব্লেম আছে কি না। তাদের পলিসির মধ্যে আছে কি না। তাদের রুলস এর মধ্যে আছে কি না। যতক্ষন আপনার চ্যানেল তাদের ইনভেস্টিগেশন এর আন্ডার এ থাকবে ততক্ষণ আপনার একাউন্ট এ এই মেসেজ দেখাবে। ইনভেস্টিগেশন এর পর যদি দেখে আপনার চ্যানেল ওকে আছে তাহলে অটোমেটিক ঐ মেসেজ চলে যাবে। আর যদি সমস্যা থাকে তাহলে আপনার চ্যানেল অথবা এডসেন্স স্ট্রাইক আসতে পারে বা ডিসেবল নোটিশ ও আসতে পারে।
৫. আমি আমার ক্ষেত্রে দেখেছি ২ বার এই নোটিশ এসেছিল। (১) পিন আসার সময়, যখন আমি পিন দিয়ে ভেরিফাই করেছি তখন আমার এই মেসেজ চলে গেছে। (২) আমার ব্যাংক একাউন্ট এড করতে দেরি হয়েছিল তখন এই নোটিশ দেখিয়েছিল, তারপর যখন আমি ব্যাংক একাউন্ট সঠিক ভাবে যোগ করেছি তখন এই মেসেজ চলে গিয়েছিল।
৬. সারকথা হচ্ছে, পেমেন্ট বিষয়ক বিভিন্ন ইস্যুতে এই মেসেজ দেখিয়ে থাকে। যদি আপনি লিগ্যাল কাজ করে থাকেন তাহলে আপনি সময় মত পিন ভেরিফাই করেন তারপর ব্যাংক একাউন্ট যোগ করেন আপনার এই নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে। লিগ্যাল কাজকারীদের জন্য এটা কোন প্রব্লেম না। তবে যারা লিগ্যাল কাজ করছেন না তাদের একটু ভয় থেকেই যায়।
তবে ইনভেস্টিগেশন এর আন্ডারে থাকা অবস্থায় কোন অবস্থাতেই ইউটিউব বা এডসেন্স টিম এর সাথে যোগাযোগ করার দরকার নেই। ইনভেস্টিগেশন শেষে যদি সব ঠিকঠাক থাকে আপনার এই নোটিশ অটোমেটিক চলে যাবে।